আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে রহমতপুরে উদ্ভিদ প্রজনন বিভাগ, গাজীপুর এর উদ্যোগে “ পুষ্ঠি সমৃদ্ধ দানাদার ফসলের উৎপাদন প্রযুক্তি ও ব্যবহার শীর্ষক” প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রেশমা সুলতানা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ প্রজনন বিভাগ, গাজীপুর । আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আরএআরএস এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম । প্রশিক্ষণটির সমন্বয়ক ও সঞ্চালক হিসাবে ছিলেন ড. মো. মাহমুদুল হাসান খান,বৈজ্ঞানিক কর্মকর্তা, তৈলবীজ প্রজনন ও উদ্ভিদ প্রজনন বিভাগ, রহমতপুর, বরিশাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরএআরএসর ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, ও ড. মোঃ জহিরুল আলম তালুকদার। প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী হিসাবে অংশগ্রহন করেন বাবুগঞ্জ, উজিরপুর, নলছিটি, বাখেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলার কৃষকবৃন্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস