বরিশালে বারি বারি সরিষা-১৮’র উৎপাদন কৌশল বিষয়ক মাঠ দিবস হয়েছে। ১৩ র্মাচ ২০২৫ বাবুগঞ্জের রাহুতকাঠীতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) এর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তকা সৈয়দা তামান্না, আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল হাসান খান সহ কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীরা। মাঠ দিবসে বরিশাল এবং ঝালকাঠির ৬ উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস